মঙ্গলবার, ০৯ জুলাই, ২০২৪, ০৮:৫২:৩৯

জুন মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করল আইসিসি

জুন মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করল আইসিসি

স্পোর্টস ডেস্ক : ভারতকে শিরোপা জিতিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন জাসপ্রিত বুমরাহ। দুর্দান্ত পারফরম্যান্সে এবার তিনি আইসিসিরও গত মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুলাই) জুন মাসের সেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে আইসিসি। যেখানে পুরুষ ও নারী উভয় বিভাগেই ভারতের জয়জয়কার। পুরুষ বিভাগে বুমরাহ আর নারী বিভাগে সেরা নির্বাচিত হয়েছেন স্মৃতি মান্ধানা।

 রোহিত শর্মা ও আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকে পেছনে ফেলে সেরা হয়েছেন ‍বুমরাহ। গত মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত ‍টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ছিলেন গুরবাজ আর দুইয়ে ছিলেন রোহিত। ৮ ম্যাচে ৩৫.১২ গড়ে ২৮১ রান করেন গুরবাজ। সমান ম্যাচে ৩৬.৭১ গড়ে ২৫৭ রান করে রোহিত। অন্যদিকে শীর্ষ উইকেট শিকারির তালিকায় যৌথভাবে তিনে ছিলেন বুমরাহ। কিন্তু দলের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ করে ফাইনালে, দলের ৭ রানের জয়ের ম্যাচে মাত্র ১৮ রান দিয়ে তিনি নিয়েছিলেন ২ উইকেট।

আসর জুড়ে তার শিকার ১৫ উইকেট। কিন্তু ইকোনমিতে তিনি ছাড়িয়ে গেছেন সবাইকে। ৮ ইনিংসে মাত্র ৪.১৭ ইকোনমি রেটে আসর শেষ করেছেন তিনি। সর্বোচ্চ ১৭টি করে উইকেট শিকার করা আর্শদীপের ইকোনমি ৭.১৬ আর ফজলহক ফারুকীর ছিল ৬.৩১।

মাসসেরার নির্বাচিত হয়ে বুমরাহ বলেন, ‘মাসসেরা হতে পেরে আমি আনন্দিত। যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে কিছু স্মরণীয় সপ্তাহ কাটানোর পর এটা আমার জন্য বিশেষ সম্মানের। একটি দল হিসাবে, আমরা উদযাপন করার অনেক সুযোগ পেয়েছি এবং আমি এতে অবদান রাখতে পেরে ভালো অনুভব করেছি।’

অন্যদিকে ইংল্যান্ডের মাইয়া বাউচার ও শ্রীলঙ্কার ভিসমি গুনারত্নেকে পেছনে ফেলে মাসসেরা হয়েছেন স্মৃতি। গত মাসটা দুর্দান্ত কেটেছে স্মৃতির। দক্ষিণ আফ্রিকাকে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। সিরিজে যথাক্রমে ১১৭, ১৩৬ ও ৯০ রান করেন তিনি। সবমিলিয়ে ৩৪৩ রানের পাশাপাশি ১ উইকেট নিয়ে সিরিজসেরা হন স্মৃতি।  এছাড়া একমাত্র টেস্টে তিনি খেলেন ১৪৯ রানের দারুণ এক ইনিংস।

মাসসেরা হয়ে স্মৃতি বলেন, ‘আমি আইসিসির জুনের সেরা খেলোয়াড় হয়ে সত্যিই খুশি। দল যেভাবে পারফর্ম করেছে তাতে অবদান রাখতে পেরে আমি খুশি। আমরা ওয়ানডে এবং টেস্ট সিরিজ জিতেছি এবং আশা করি আমরা আমাদের ফর্ম অব্যাহত রাখব এবং আমি ভারতের হয়ে আরও ম্যাচ জিততে অবদান রাখতে পারব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে