বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ০৯:৫২:৪৮

খেলা শেষে ঘটলো ন্যক্কারজনক ঘটনা, যেভাবে শুরু

খেলা শেষে ঘটলো ন্যক্কারজনক ঘটনা, যেভাবে শুরু

স্পোর্টস ডেস্ক : এমন হার যেন মেনে নেয়ার মতো না। কোপা আমেরিকার সেমিফাইনালে কলম্বিয়ার বিপক্ষে উরুগুয়েকেই অনেকে রেখেছিলেন এগিয়ে। নাম-ঐতিহ্য কিংবা সম্ভাবনার বিচারে এগিয়ে ছিল উরুগুয়েই। কিন্তু নেস্টোর লরেঞ্জোর কলম্বিয়া বলতে গেলে ছিটকেই ফেলেছিল উরুগুয়েকে। ১-০ গোলের জয়ে ২৩ বছর পর তারা পা রেখেছে কোপা আমেরিকার ফাইনালে। 

খেলা শেষে মাঠে ঘটলো ন্যক্কারজনক ঘটনা, হাইভোল্টেজ এই ম্যাচে হারের পরেই মেজাজ হারিয়েছেন উরুগুয়ের ফুটবলাররা। মাঠেই উত্তেজিত অবস্থায় দেখা যায় উরুগুয়ে অধিনায়ক লুইস সুয়ারেজ এবং কোচ মার্সেলো বিয়েলসাকে। 

বেশ ক্ষুব্ধ অবস্থাতেই কথা বলছিলেন দুজনে। এরপরেই গ্যালারিতে দেখা যায় উরুগুয়ের দুই তারকা ডারউইন নুনিয়েজ আর রোনাল্ড আরাউহোকে। সঙ্গে ছিলেন আরেক ডিফেন্ডার হোসে গিমেনেজ। 

তবে পুরো ঘটনা চলাকালে কোনোপ্রকার নিরাপত্তাকর্মীকে গ্যালারিতে দেখা যায়নি। সংঘর্ষ বড় আকার ধারণ করলে সেখানে কয়েকজন প্রহরী এসে উরুগুয়ে ফুটবলারদের সরিয়ে নিয়ে যান। এর আগেই অবশ্য খেলোয়াড়দের সরিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন উরুগুয়ে কোচ বিয়েলসা। যদিও তাতে নুনিয়েজ-গিমেনেজদের ঠেকানো যায়নি। 

জানা যায়, ম্যাচের পর উল্লাসিত কলম্বিয়ান সমর্থকরা মাঠে থাকা উরুগুয়ে স্ট্রাইকার ডারউইন নুনিয়েজের দিকে প্লাস্টিকের গ্লাস এবং পানি নিক্ষেপ করেন। একইসঙ্গে গ্যালারিতে থাকা উরুগুয়ে ফুটবলারদের পরিবারের সদস্যদের প্রতি বিভিন্ন ব্যাঙ্গাত্মক মন্তব্য ছুঁড়ে দিতে শুরু করেন। বিষয়টাকে মোটেই ভালোভাবে নেননি উরুগুয়ের দুই ডিফেন্ডার গিমেনেজ এবং আরাউহো। এতেই মূলত চটে যান তারা। এদের মধ্যে নুনিয়েজকেই দেখা গিয়েছে আগ্রাসী ভূমিকায়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে