বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ১১:৩০:০৩

আর্জেন্টিনা-কলম্বিয়া: ০-৫

আর্জেন্টিনা-কলম্বিয়া: ০-৫

স্পোর্টস ডেস্ক : ফ্লোরিডার মিয়ামি গার্ডেনের হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকা ২০২৪-এর ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হবে লিওনেল মেসিরা। কলম্বিয়া আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী ছিল না কোনকালে। 

উরুগুয়ের বা ব্রাজিলের মতো সুপারক্ল্যাসিকোও নয়। কিন্তু ১৯৯৩ সালে সেই ৫-০ গোলের লজ্জাজনক হার এখনও ভক্তদের গা শিউরে ওঠায়। এদিকে দীর্ঘ ২৩ বছর পর নেস্টর লরেঞ্জোর দল ২৮ ম্যাচ অপরাজিতের রেকর্ড নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে উঠেছে।

১৯৯৪ বিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়ার কাছে ৫-০ ব্যবধানে হারে আর্জেন্টিনা। ৫ সেপ্টেম্বর ১৯৯৩ সালে আর্জেন্টিনার ঘরের মাঠ মনুমেন্টাল স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। 

সেপ্টেম্বরের ৫ তারিখ এলেই ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে কলম্বিয়ার ঐতিহাসিক পরিতৃপ্ত জয়ের ৩০ বছর পূর্ণ হবে। ১৯৮৬ আসরের বিশ্বকাপ জয় এবং ১৯৯০ সালের রানার্স আপ আর্জেন্টিনাকে হারানোর এই দিনটি কলম্বিয়ানদের জন্য অবিস্মরণীয় এবং আর্জেন্টিনার জন্য অপ্রত্যাশিত হয়ে থাকবে। মাতুরানার দলের জন্য একটি নাট্টোৎসব এবং কোকো বেসিলের দলের জন্য একটি দুঃস্বপ্নের একটি দিন।

 গ্রুপ পর্বের শেষ ম্যাচে রিভার স্টেডিয়ামে কলম্বিয়াকে বরণ করে নেয় স্বাগতিক দল আর্জেন্টিনা। ফ্রেডি রিঙ্কন ২ গোল, টিনো অ্যাসপ্রিলা ২ গোল এবং ট্রেন ভ্যালেন্সিয়ার ১ গোলে ধাক্কা খেয়ে ৫-০ ব্যাবধানে হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্লে-অফ খেলতে হয়েছিল স্বাগতিকদের। এদিকে কলম্বিয়া ১৯৯৪ বিশ্বকাপ যোগ্যতা অর্জন করে সরাসরি মূল পর্বে চলে যায়।

সেই সময়ে পরিসংখ্যান অনুসারে, এই ফলাফলে সংঘর্ষে ৮৫ জন নিহত হয় এবং আহত হয় ৯০০ জনেরও বেশি। আর্জেন্টাইন ম্যাগাজিন এল গ্রাফিকো কালো রঙের প্রচ্ছদের উপর 'লজ্জা' শব্দটি ছাপায়।

১৯৪২ সাল থেকে আর্জেন্টিনা এবং কলম্বিয়া একে অপরের মুখোমুখি হয়েছে  ৪০ বার। ২০ জয় নিয়ে আর্জেন্টিনা এখনও পরিসংখ্যানের শীর্ষে। অন্যদিকে, কলম্বিয়ানরা জিতেছে ৯ বার এবং ড্র করেছে ১১ বার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে