সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:৫১:৩৪

সুষ্ঠ বিশ্বকাপ উপহারে বাংলাদেশকে আইসিসির অভিনন্দন

সুষ্ঠ বিশ্বকাপ উপহারে বাংলাদেশকে আইসিসির অভিনন্দন

স্পোর্টস ডেস্ক: সুন্দর-সুন্দর একটি বিশ্বকাপ উপহার দেয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অভিনন্দন জানানো হয়।

স্বাগতিক বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হয়ে রোববার ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের ফাইনাল দিয়ে শেষ হয় যুব বিশ্বকাপের ১১তম আসর।

সোমবার দুপুরে রাজধানীর স্থানীয় একটি হোটেলে টুর্নামেন্ট পরবর্তী সংবাদ সম্মেলনে আইসিসির প্রেসিডেন্ট জহির আব্বাস এই অভিনন্দন জানান।

এসময় আইসিসি প্রধান বলেন, ‘আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের আসর যতটা দক্ষ হাতে সম্পন্ন করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার।’
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/আরিফুর রাজু/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে