স্পোর্টস ডেস্ক: আগামী মাস থেকে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। আর এই বিশ্বকাপে শুরু থেকেই পাকিস্তানের অংশগ্রহণ যেমন ছিল অনিশ্চয়তার মুখে, ঠিক তেমনই এবার অনিশ্চয়তার মুখে ওয়েস্ট ইন্ডিজের অংশগ্রহণ।
নিজেদের পাওনা টাকা ও বোর্ডের সাথে ক্রিকেটারদের চুক্তি নিয়ে বেশ ক’দিন ধরেই নিরব যুদ্ধ চলছিল। এর রেশ কাটতে না কাটতেই ১৫ সদস্যের বিশ্বকাপ দল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেন কাইরন পোলার্ড ও সুনীল নারিন। এবার স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিলেন ড্যারেন ব্রাভোও।
সোমবার ব্রাভো চলতি বছরের মার্চে পর্দা উঠতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) অবশ্য বলছে আসন্ন বিশ্বকাপে ব্রাভোর অংশ না নেয়া চুক্তি সংক্রান্ত কোন ব্যাপার না। ডব্লিউআইসিবি’র পক্ষ থেকে আরও জানানো হয় ঘোষিত স্কোয়াড থেকে তিনজন নাম প্রত্যাহার করে নিলেও বাকিরা চুক্তিতে সই করছেন।
ড্যারেন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১২টি টি-টোয়েন্টি খেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেয়া প্রসঙ্গে ব্রাভো জানান টেস্ট ক্রিকেটে আরও মনোযোগ দিতেই তিনি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এ প্রসঙ্গে ব্রাভো আরও বলেন,‘ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলে সুযোগ দেওয়ায় আমি কৃতজ্ঞ। তবে লঙ্গার ভার্সনের ক্রিকেটে আমি আরো মনোযোগী হতে চাই। তাই এ সময় আমি ঘরোয়া পেশাদার ক্রিকেট লিগে খেলতে চাই।’
১৫ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম