স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। সোমবার (১৫ জুলাই) সকালে শিরোপা নির্ধারণী ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা। এই ম্যাচে কোন জার্সি পরে খেলবে তারা?
শনিবার অবশ্য বিষয়টি জানা গেছে। ফাইনালে আর্জেন্টিনা তাদের ঐতিহ্যবাহী হোম জার্সি পরে খেলবে। অর্থাৎ আকাশী নীল ও সাদা স্ট্রাইপের জার্সি, সাদা শর্টস ও সাদা মোজা পরে খেলবে তারা।
আর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ পরবেন পুরোপুরি সবুজ রঙের জার্সি ও শর্টস।
সেমিফাইনালে কানাডাকে হারিয়ে ব্যাক টু ব্যাক ফাইনালে এসেছে আর্জেন্টিনা। অন্যদিকে উরুগুয়েকে হারিয়ে ২৩ বছর পর ফাইনালে উঠেছে কলম্বিয়া। ২০২১ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। অন্যদিকে ২০০১ সালে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে দেশটির ফুটবল ইতিহাসে প্রথম শিরোপা জিতেছিল। ২৩ বছর পর তাদের সামনে দ্বিতীয় শিরোপা জয়ের হাতছানি। আর আর্জেন্টিনার সামনে রেকর্ড ১৬তম শিরোপা জয়ের সুযোগ।