স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে কানাডাকে টাই ব্রেকারে হারিয়েছে উরুগুয়ে। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে ২-২ গোলে ড্র হয় খেলাটি। খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে উরুগুয়ে ৪-৩ গোলে জিতে কোপায় আমেরিকার তৃতীয় স্থান অর্জন করে।
রোববার (১৪ জুলাই) ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রথমার্ধে অষ্টম মিনিটে উরুগুয়েকে লিড এনে দেন রদ্রিগো বেন্তাঙ্কুর। তবে একের পর এক আক্রমণ শানানো কানাডা ২২ মিনিটে উরুগুয়ের রক্ষণভাগের ভুলে সুযোগ কাজে লাগিয়ে কানাডাকে সমতায় ফেরান ইসমাইল কোনো। প্রথমার্ধে আধিপত্য দেখায় কানাডা। ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় উরুগুয়ে ও কানাডা।
দ্বিতীয়ার্ধের ৮০ মিনিটে ২-১ ব্যবধানে এগিয়ে যায় কানাডা। তবে লুইস সুয়ারেজের ৯২ মিনিটের গোলে সেই লিড হারিয়ে ফেলে তারা। সমতায় ফিরে উরুগুয়ে। তবে ম্যাচে বল দখল, লক্ষ্যে শট, গোলচেষ্টা, কর্নার- সবদিকেই উরুগুয়ের চেয়ে এগিয়ে ছিল কানাডা।
মূল সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে গড়ায় ম্যাচটি। প্রথম দুই শ্যুটে দুই দলই গোল করে। তবে কানাডার হয়ে তৃতীয় ও ঞ্চম শ্যুট মিস করেন ইসমায়েল কোনো এরবং কানাডার সেরা তারকা আলফন্সো ডেভিস। তবে টানা ৪ শ্যুটের সবগুলোতেই গোল পায় উরুগুয়ে। এতেই জয় নিশ্চিত হয় উরুগুয়ের।