সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:২৯:৩৬

আফ্রিদির অবিশ্বাস্য বোলিং, ৭ রানে ৫ উইকেট

আফ্রিদির অবিশ্বাস্য বোলিং, ৭ রানে ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের টি-২০ অধিনায়ক ও পাকিস্তান সুপার লিগের পেশোয়ার জালমির অধিনায়ক শহীদ আফ্রিদি তার ক্যারিয়ারের ২০০তম টি-টোয়েন্টি ম্যাচে অনন্য এক রেকর্ড গড়েছেন। পেশোয়ার জালমির হয়ে মাত্র ৭ রানে ৫ উইকেট নিয়েছেন এই স্পিনার। জিতেছে তাঁর দলও।

দলের সেরা খেলোয়াড় তামিম ইকবালকে ছাড়াই মাঠে নেমেছিল পেশোয়ার। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে তামিম উড়ে গেছেন ব্যাংককে। সেখানে আগে থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তাঁর স্ত্রী। অবশ্য তামিমের শূন্যতা ভালোভাবেই সামলে নিয়েছে আফ্রিদির দল। অধিনায়ক নিজে তাতে নেতৃত্ব দিয়েছেন দুর্দান্ত বোলিং করে। আফ্রিদির ক্যারিয়ার সেরা বোলিংয়েই ১২৯ রানে অলআউট হয়ে গিয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তামিমের জায়গায় ব্যাটিং অর্ডারে পদোন্নতি পাওয়া ডেভিড মালানের ৬০, অন্য ওপেনারে মোহাম্মদ হাফিজের ৩৬ আর কামরান আকমলের ১৭ রানে ৮ উইকেটের বড় জয় পায় পেশোয়ার​।

টি-টোয়েন্টিতে দুই শর বেশি ম্যাচ খেলেছেন অনেকেই। কিন্তু তাদের কেউই ২০০তম ম্যাচে একটির বেশি উইকেট পাননি। আফ্রিদি এমনই এক রেকর্ড গড়লেন, ২০০তম ম্যাচে সেটা আর কেউ ভাঙতে পারবেন কি না কে জানে! টি-টোয়েন্টির ইতিহাসেই তো ছয় উইকেটের বেশি নেওয়ার কীর্তি কারও নেই।
১৫ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে