স্পোর্টস ডেস্ক: নিজেদের ঘেরে মাঠে সফরকারী শ্রীলঙ্কাকে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ হারানোর পরে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি হুমকি দিয়ে রাখলেন গোটা ক্রিকেটবিশ্বকে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতার পরে ধোনি বলেন, ‘‘ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে আমরা সবার থেকে উপরে। ঘরের মাঠে বিশ্বকাপ হচ্ছে। স্পিনাররা পার্থক্য গড়ে দিতে পারে। ধোনি আরও একটা ব্যাপারকে গুরুত্ব দিচ্ছেন। সেটা হল আইপিএল। ভারতের মাটিতেই প্রিমিয়ার লিগের আসর বসে। একবারই তা দক্ষিণ আফ্রিকায় চলে গিয়েছিল। আর যেহেতু ঘরের মাঠে আইপিএল খেলার অভিজ্ঞতা সমস্ত ভারতীয় ক্রিকেটারেরই রয়েছে, তার অভিজ্ঞতা টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগবে বলে মনে করছেন ধোনি।
ক্রিকেটবিশ্বকে ধোনিরা আগেই জানান দিয়েছেন, টি-টোয়েন্টিতে তাঁরা ভয়ঙ্কর রকমের প্রতিদ্বন্দ্বী। অজি-ভূমে অস্ট্রেলিয়াকে টি টোয়েন্টি সিরিজে মাটি ধরিয়ে ভারতীয়রা প্রতিপক্ষের রাতের ঘুম কেড়ে নিয়েছে।
ইতিমধ্যে ক্রিকেট বিশেষজ্ঞরা বলতে শুরু করে দিয়েছেন, ঘরের মাঠে বিশ্বকাপ হচ্ছে। আর এই টুর্নামেন্টে ভারতই ফেভারিট। ভারত কিন্তু খুব সহজে এই সুনাম কিনতে পারেনি। অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজে হারের পরে ধোনির বিরুদ্ধে গেল গেল রব উঠেছিল। সেই ধোনি এখন হিরো। তাই তাঁর হাতেই আবারও বিশ্বকাপ দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তথ্য সূত্র- এবেলা
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস