মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ০৯:৩০:৪৫

গভীর রাতেই উৎসবে মাতেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা

গভীর রাতেই উৎসবে মাতেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিরা কোপা আমেরিকা জেতার পর বুয়েনস আইরেসে উৎসবে মেতে উঠেছিলেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা। তবে সেই উৎসবকে কেন্দ্র করে তৈরি হলো অশান্তি।

কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনা রেকর্ড ১৬ বার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হতেই রাস্তা নেমে পড়েন হাজার হাজার ফুটবল সমর্থক। রাজধানী বুয়েনস আইরেসের রাস্তায় তিল ধারণের জায়গাও ছিল না। আর্জেন্টিনার জাতীয় পতাকা, মেসি-আনহেল ডি মারিয়ার ছবি, জাতীয় দলের জার্সি পরে গভীর রাতেই উৎসবে মাতেন আর্জেন্টিনার ফুটবলপ্রেমীরা।

সকাল হওয়ার পরও শহরের প্রধান রাস্তা ছিল হাজার হাজার মানুষের দখলে। পুলিশের অনুরোধেও রাস্তা খালি করে করার আগ্রহ দেখা যায়নি উৎসবমুখর মানুষের। শেষে বিশাল পুলিশ বাহিনী জলকামান নিয়ে এসে রাস্তা খালি করে। নামানো হয় ‘রায়ট পুলিশ’ও (দাঙ্গা দমনকারী পুলিশ)। 

পুলিশের এই আচরণে পরিস্থিতি কিছুটা অশান্ত হয়ে ওঠে। অনেকে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়েন। ঘটনায় কয়েক জনের ছোটখাট আঘাত লাগলেও গুরুতর কিছু হয়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে