স্পোর্টস ডেস্ক: কথিত নিরাপত্তাহীনতার অযুহাতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলতে না আসার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর ওই একই ইস্যু সামনে এনে তারা অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ বর্জন করে। তবে অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে আইসিসি। পাশাপাশি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে বলে হুঁশিয়ারিও দিয়েছে আইসিসি। এর ফলে প্রমাণ হলো অস্ট্রেলিয়ার সিদ্ধান্ত ভুল ছিল। সেই সাথে এটা বাংলাদেশ দলের ভক্তদের জন্য নিঃসন্দেহে সুখবর।
সোমবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন, ‘নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া তাদের দল পাঠায়নি, এটি যে কোন দেশের নিজস্ব ব্যাপার। আমরা তাদের সিদ্ধান্তকে সমর্থন জানাই। কিন্তু পাশাপাশি এত বড় একটি আসরে তাদের অংশগ্রহন না করাটাও ছিলো হতাশার। তবে পরপর দুইবার অস্ট্রেলিয়া তাদের নির্ধারীত সফর বাতিল করার বিরুদ্ধে আমরা আইসিসির পক্ষ থেকে অবশ্যই ব্যবস্থা নেব। এবং ভবিষ্যতে নিরাপত্তা ইস্যুতে কোনো দেশ কোনো ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করলে তড়িৎ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে আইসিসি।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন আইসিসির প্রেসিডেন্ট জহির আব্বাস। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
১৫ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম