সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৫২:৫৫

আদরের ছোট্ট মেরাজকে অভিনন্দন জানিয়ে যা বললেন মাশরাফি

আদরের ছোট্ট মেরাজকে অভিনন্দন জানিয়ে যা বললেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফাইনালে ওঠা না হলেও বাংলাদেশ দল তৃতীয় স্থান অধিকার করেছে। আর বাংলাদেশের এই অর্জনের পেছনের নায়ক ছোটদের অধিনায়ক মেহেদী হাসান মেরাজ। হয়েছেনও টুর্নামেন্ট সেরা।

টুর্নামেন্ট সেরা হওয়ার পর থেকে স্বাভাবিকভাবেই মেহেদী এখন রোমাঞ্চিত। এরই মধ্যে তাকে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি, সাকিব, মুশফিকসহ জাতীয় দলের প্রায় সবাই। অনেকে ফেসবুক স্ট্যাটাস দিয়েও অভিনন্দন জানিয়েছেন। তাঁদের অভিনন্দন পেয়েই বেশি মেরাজ এখন উচ্ছ্বসিত।

জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ও অভিনন্দনে সিক্ত করেছেন অনূজ এই ক্রিকেটারকে। চট্টগ্রামে অনুশীলনের আগে মাশরাফি বলেছেন, ‘এই দলের ৫-৭ জন ক্রিকেটার আছে, যারা ভবিষ্যতে জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে। মিরাজকে আলাদাভাবে অভিনন্দন। ও ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছে। এটা অনেক বড় ব্যাপার।’ ফাইনালে উঠতে না পারলেও ​মেহেদীর দলের পারফরম্যান্সে দারুণ খুশি বড়দের অধিনায়ক, ‘অনূর্ধ্ব-১৯ দলের কাছে প্রত্যাশা সব সময় বেশি থাকে বলেই সমস্যা হয়। প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতে সমস্যা হয়। অনূর্ধ্ব-১৯ দল যে তৃতীয় হলো, এটাও অনেক বড় অর্জন।’
১৫ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে