স্পোর্টস ডেস্ক: চলতি মাসের ২৪ তারিখ থেকে বাংলাদেশে বসছে টি-টোয়েন্টি ফরম্যাটের আসর এশিয়া কাপ। এবারে টুর্নামেন্টে প্রথম ম্যাচেই ভারতকে পাচ্ছে বাংলাদেশ। প্রতিযোগিতার মূল পর্বের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান এই টুর্নামেন্টে মুখোমুখি হবে ২৭ ফেব্রুয়ারি। পরদিনই স্বাগতিক বাংলাদেশ লড়বে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার বিপক্ষে। ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ মার্চ।
যুব বিশ্বকাপের মত এশিয়া কাপের খেলাগুলোও দেখা যাবে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন গাজী টিভিতে। সঙ্গে দেখা যাবে মাছরাঙ্গা এবং সরকারী টেলিভিশন বিটিভিতে। এ ছাড়াও এশিয়া কাপের সম্প্রচার স্বত্ব অবশ্য স্টার স্পোর্টসের। সুতরাং, বাংলাদেশের বাইরে এশিয়া কাপের খেলাগুলো দেখা যাবে স্টার স্পোর্টস ১, ৩, স্টার স্পোর্টস এইচডি ১ ও ৩-এ।
আসুন নজরে দেখে নিন,এশিয়া কাপের সময়সূচি; বাংলাদেশের খেলা কার সাথে কখন।
২৪ ফেব্রুয়ারি - ভারত বনাম বাংলাদেশ - মিরপুর (সময় সন্ধে ৭.৩০ টা))
২৫ ফেব্রুয়ারি - শ্রীলঙ্কা বনাম যোগ্যতা নির্ণায়ক দল, - মিরপুর, (সময় সন্ধে ৭.৩০ টা))
২৬ ফেব্রুয়ারি - বাংলাদেশ বনাম যোগ্যতা নির্ণায়ক দল, - মিরপুর, (সময় সন্ধে ৭.৩০ টা))
২৭ ফেব্রুয়ারি - ভারত বনাম পাকিস্তান, মিরপুর, (সময় সন্ধে ৭.৩০ টা)
২৮ ফেব্রুয়ারি - বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, মিরপুর, (সময় সন্ধে ৭.৩০ টা)
২৯ ফেব্রুয়ারি - পাকিস্তান বনাম যোগ্যতা নির্ণায়ক দল, মিরপুর,(সময় সন্ধে ৭.৩০ টা)
১ মার্চ - ভারত বনাম শ্রীলঙ্কা, মিরপুর, (সময় সন্ধে ৭.৩০ টা)
২ মার্চ - বাংলাদেশ বনাম পাকিস্তান, মিরপুর, (সময় সন্ধে ৭.৩০ টা)
৩ মার্চ - ভারত বনাম যোগ্যতা নির্ণায়ক দল, মিরপুর, (সময় সন্ধে ৭.৩০ টা)
৪ মার্চ - পাকিস্তান বনাম শ্রীলঙ্কা, মিরপুর, (সময় সন্ধে ৭.৩০ টা)
৬ মার্চ - ফাইনাল - মিরপুর, (সময় সন্ধে ৭.৩০ টা)
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস