স্পোর্টস ডেস্ক : ২০২৩ সালের নভেম্বর থেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন ভারতের পেসার মোহাম্মদ শামি। গত বছরের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনাল তার সর্বশেষ ম্যাচ। গোড়ালির ইনজুরির কারণে বিশ্বকাপের আগেও দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন এই পেসার।
ইনজুরি নিয়েই ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে খেলেছেন তিনি। পারফরম্যান্সেও সবাইকে ছাপিয়ে গেছেন ডানহাতি এই পেসার। মাত্র ৭ ম্যাচ খেলেই নিয়েছেন ২৪ উইকেট। যা ভারতের তো বটেই, টুর্নামেন্টেরই সর্বোচ্চ।
বর্তমানে ইনজুরি থেকে ফেরার লড়াইয়ে আছেন শামি। সম্প্রতি তার এক বন্ধু জানিয়েছেন তার মাংসের প্রতি আগ্রহের কথা। উমেশ কুমার নামে শামির সেই বন্ধু এক গোপন খবর ফাঁস করে দিয়ে বলেন, ‘শামি সবকিছু সহ্য করতে পারে কিন্তু মাংস ছাড়া তার চলবেই না। সে (মাংস ছাড়া) একদিন এটি না খেয়ে থাকলে দ্বিতীয় দিন অস্থির হয়ে পড়বে এবং তৃতীয় দিন মাথা বিগড়ে যাবে। যদি সে (শামি) প্রতি দিন এক কেজি মাংস না খায় তাহলে তার বলের গতি প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটারের মতো কমে যাবে।’
সম্প্রতি নেটে বোলিং করতে দেখা গেছে শামিকে। ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকারের আশা, বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজেই পাওয়া যাবে এই পেসারকে। আগামী ১৯ সেপ্টেম্বর টাইগারদের বিপক্ষে সিরিজ শুরু করবে ভারত।