সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:১৬:৪৩

নতুন মাইলফলক ছুঁলেন মুশফিক

নতুন মাইলফলক ছুঁলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম রবিবার পাকিস্তান সুপার লিগে(পিএসএল) খেলার মধ্যে দিয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন। করাচি কিংসের হয়ে মুশফিক এদিন ১০০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

বাংলাদেশে মুশফিকের আগে এই কৃতিত্ব গড়েছেন মাত্র তিন জন ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান(১৭৩), তামিম ইকবাল (১১১) এবং মাহমুদুল্লাহ রিয়াদ (১০১)।

প্রসঙ্গত, ওয়ানডে ও টেস্টের মতো টি-টোয়েন্টিতেও বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান তামিম ইকবালের। ১১১ ম্যাচে তার সংগ্রহ ২৯১৪ রান। সাকিব আল হাসান ১৭৩ ম্যাচে করেছেন ২৮০২ রান। অন্যদিকে, মুশফিকুর রহিমের সংগ্রহ ১৮৯৫ রান। ১০১ ম্যাচে রিয়াদের সংগ্রহ ১৫৮০ রান।
১৫ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে