স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট টি-টোয়েন্টিতে এমন কিছু ভয়ঙ্কর বোলার আছে যার মধ্যে গতকাল ভারত- শ্রীলঙ্কার টি-টোয়েন্টির শেষ ম্যাচে একটি নমুনা পাওয়া গেল অশ্বিনের বোলিং তোপে। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে অশ্বিনের বোলিং পরিসংখ্যান দেখে নিশ্য়ই খুব আনন্দ পেয়েছেন ক্রিকেটভক্তরা। পাবেন নাই বা কেন! ৪-১-৮-৪। চার ওভারে আট রান দিয়ে চার উইকেট তুলে নিলে অশ্বিন। সামনেই তো টি-২০ বিশ্বকাপ। অশ্বিন এরকম ছন্দে থাকলে তো, ভারতীয়দের পক্ষে ভালো খবর। কিন্তু জানেন কী, টি-২০ বিশ্বকাপে সেরা বোলিং পরিসংখ্যানগুলো কী কী? তাহলে এক ঝলকে দেখে নিন, টি২০ বিশ্বকাপের সেরা ১০ বোলিং পরিসংখ্যান।
১) ২০১২ - অজন্থা মেন্ডিস - জিম্বাবোয়ের বিরুদ্ধে - ৪-২-৮-৬
২) ২০১৪ - রঙ্গনা হেরাথ - নিউজিল্যান্ডের বিরুদ্ধে - ৩.৩-২-৩-৫
৩) ২০১২ - অজন্থা মেন্ডিস - ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে - ৪-০-১২-৪
৪) ২০০৯ - উমর গুল - নিউজিল্যান্ডের বিরুদ্ধে - ৩-০-৬-৫
৫) ২০১২ - সুনীল নারিন - শ্রীলঙ্কার বিরুদ্ধে - ৩.৪-০-৯-৩
৬) ২০০৯ - আবদুল রাজ্জাক - শ্রীলঙ্কার বিরুদ্ধে - ৩-০-২০-৩
৭) ২০১২ - হরভজন সিং - ইংল্যান্ডের বিপক্ষে - ৪-২-১২-৪
৮) ২০০৭ - ইরফান পাঠান - পাকিস্তানের বিরুদ্ধে - ৪-০-১৬-৩
৯) ২০১৪ - অশ্বিন - শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪-২২-৩
১০) ২০১২ - কালিস - জিম্বাবোয়ের বিপক্ষে - ৪-১-১৫-৪
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস