সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:৫৮:২৮

অবশেষে বোর্ডের সঙ্গে ঝামেলা শেষ করলেন গেইলরা

অবশেষে বোর্ডের সঙ্গে ঝামেলা শেষ করলেন গেইলরা

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বোর্ডের সঙ্গে লেগে থাকা ঝামেলা শেষ করলেন ক্রিজ গেইলরা। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারের সাথে দীর্ঘদিন বেতন নিয়ে নানা ঢালবাহানা করে আজ চুক্তির সমস্যা সমাধান করেছে।

বেতন-ভাতা নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে লেগে থাকা ঝামেলা অবশেষে কেটে গেলো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের! আনুষ্ঠানিক কোন ঘোষণা না এলেও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে, ঝগড়া-বিবাদ কেটে গেছে। এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকেই সকল মনযোগ নিবদ্ধ করছে ক্রিকেটাররা।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের ক্রিকেটারের বেতন চুক্তির সমস্যা সমাধান না করায়। বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়ালেন সুনীল নারিন ও কাইরন পোলার্ড৷

অবৈধ বোলিং অ্যাকশনের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত ক্যারিবিয়ান অফ-স্পিনারকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক দলে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজ নির্বাচকরা৷ কিন্তু নারিন ও পোলার্ড দিই জনেই বিশ্বকাপের দল থেকে সরে দাঁড়ান৷

পোলার্ডের পরিবর্তে কার্লোস ব্রাথওয়েটকে দলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ৷ আর নারিনের পরিবর্তে হিসেবে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড৷
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে