সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:২২:১৪

নেইমার সত্যিই কি বার্সেলোনা ছাড়ছেন?

নেইমার সত্যিই কি বার্সেলোনা ছাড়ছেন?

স্পোর্টস ডেস্ক: কয়েক মাস আগে ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে বলেছিলেন, ‘বার্সেলোনায় যতদিন মেসি থাকবে, নেইমার ততদিন তারকা হতে পারবে না।’ এরপর থেকেই নেইমার বার্সা ছাড়ছেন বলে রব উঠেছে। সত্যিই কি নেইমার বার্সেলোনা ছাড়ছেন?

নেইমার বার্সেলোনার সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করবেন কিনা সে ব্যাপারে শুধু বলেছেন, ‘যেকোনো সময় যেকোন কিছু ঘটতে পারে।’

রবিবার লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে জিতেছে বার্সেলোনা। খেলা শেষে ক্লাবে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানান ব্রাজিলিয়ান ‘ওয়ান্ডার কিড’।

ম্যাচে একটি গোল করেছেন নেইমার। আর হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ। গোল পেয়েছেন মেসিও। ফ্রি-কিক থেকে দুরন্ত এক গোল করার পর সুয়ারেজকে দিয়ে করিয়েছেন আরও দুটি গোল।

নেইমার বলেন, ‘চুক্তি নবায়নের জন্য ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। কিন্তু আমার হাতে প্রচুর সময় রয়েছে, তাই যেকোনো কিছু ঘটতে পারে।’
১৫ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে