স্পোর্টস ডেস্ক : নারী এশিয়া কাপে বাংলাদেশের মেয়েদের যাত্রা গেছে সেমিফাইনালে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন নিগার সুলতানা জ্যোতিরা। আজ আইসিসির প্রকাশিত হালনাগাদে র্যাংকিংয়ে উন্নতি হয়ে বাংলাদেশের মেয়েদের।
অবশ্য শুধু উন্নতিই হয়নি কেউ কেউ আবার অবনতির সংবাদও শুনেছেন। ব্যাটারদের র্যাংকিংয়ে বাংলাদেশের হয়ে সবার শীর্ষে থাকা অধিনায়ক জ্যোতি ৩ ধাপ এগিয়ে এখন ১৪ নম্বরে আছেন।
এশিয়া কাপে ৪ ম্যাচে ১ ফিফটিতে ১৪২ রান করার স্বীকৃতিই পেয়েছেন তিনি। এই টুর্নামেন্টেই ৩ ম্যাচে ২ ফিফটিতে ১৩৪ রান করা মুর্শিদা খাতুন অবশ্য আগের মতোই ৪৭ নম্বরে আছেন। টুর্নামেন্টে ৪৪ রান করা স্বর্ণা আক্তার অবশ্য ১০ ধাপ এগিয়ে শীর্ষ ১০০ নম্বরে জায়গা পেয়েছেন। বর্তমানে ৯৫ নম্বরে আছেন তিনি। তবে অবনতি হয়ে সালমা খাতুন শামীমা সুলতানা ও ফারজানা হকের।