সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৪৫:৩১

ভারতের জাতীয় দলেও পাওয়া গেল দুই হাতে বল করতে পারা বোলার

ভারতের জাতীয় দলেও পাওয়া গেল দুই হাতে বল করতে পারা বোলার

স্পোর্টস ডেস্ক: এবারের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুই হাতে বল করে তাক লাগিয়ে দিয়েছিলেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। কামিন্দুর স্বদেশী হাসান তিলকারত্নে ও ভারতের মুশতাক আলী ট্রফিতে অক্ষয় কারনেওয়ার দুই হাতেই বল করেছিলেন।

তবে এবার মনে হয় তালিকায় আরেকটি নাম যুক্ত হতে যাচ্ছে। ভারতের তারকা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন জানিয়েছেন তিনিও দুই হাতেই বল করতে জানেন।

নিজের ফেসবুকে অশ্বিন জানান, তিনি বামহাতে বল করতে পারেন। চায়নাম্যান ডেলিভারিও ছুড়তে পারেন। এমনকি বামহাতে অফস্পিনও করতে পারেন ৩২ টেস্টে ১৭৬ উইকেট নেয়া এই বোলার।

তবে সমালোচকদের ভয়ে মাঠে কখনই দুই হাতে বল করেননি বলে জানান তিনি। তবে দুইহাতে বল করাটাকে খারাপভাবে দেখেন না এই অলরাউন্ডার।
১৫ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে