সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৫৪:২৬

মালদ্বীপকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ পদক জয়

মালদ্বীপকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের ব্রোঞ্জ পদক জয়

স্পোর্টস ডেস্ক: আজ সোমবার গুয়াহাটিতে মালদ্বীপকে টাইব্রেকারে ৭-৬ গোলে উড়িয়ে দিয়ে ব্রোঞ্জ  জিতলো বাংলাদেশ অলিম্পিক দল। নির্ধারিত সময়ে খেলা অমীমাংসিত ছিল ২-২ গোলে। এসএ গেমসের নিয়মানুযায়ী নির্ধারিত ৯০ মিনিটের পরপরই টাইব্রেকার-পর্ব অনুষ্ঠিত হয়। ফলে টাইব্রেকারে মালদ্বীপকে ৫-৪ গোলে হারায় বাংলাদেশ।

খেলার ৯তম মিনিটে জীবনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৩৮ মিনিটে ফাসিরের গোলে সমতায় ফিরে মালদ্বীপ। ৬৯ মিনিটে এই ফাসিরের গোলেই এগিয়ে যায় তারা। ৮৫ মিনিটে সোহেল রানার গোলে সমতায় ফিরে বাংলাদেশ। নির্ধারীত সময়ের খেলা ২-২ গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ গোলে ম্যাচ জিতে ব্রোঞ্জ পদক পায় বাংলাদেশ।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে