স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ‘স্টুয়াট ল’ নামটি চির স্মরণীয় হয়ে থাকবে। কারণ ২০১২ সালে স্টুয়ার্ট ল বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্বে থাকাকালীন সময়ে এশিয়া কাপে ফাইনাল খেলেছিল। এবার অনুর্ধ্ব-১৯ দলের পরামর্শক হিসেবে কাজ করেও বাংলাদেশকে প্রথমবারের মতো খেলিয়েছেন সেমিফাইনাল। তবে সেমি ফাইনালে হারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীংলকাকে ঠিকই হারিয়েছে মিরাজরা।
অস্ট্রেলিয়ার সাবের ক্রিকেটার স্টুয়ার্ট ল’কে সদ্য শেষ হওয়া অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপকে সামনে রেখে যুবাদের সর্বোচ্চ সাফল্য পেতে অভিজ্ঞ এই কোচকে বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের টেকনিক্যাল পরামর্শক হিসেবে ১৬ সপ্তাহের জন্য নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার পর্দা নেমেছে যুব বিশ্বকাপের, আজ সোমবার দেশে ফিরে যাবার সিদ্ধান্তের কথা জানান সাবেক এই কোচ।
বিসিবির সাথে চার মাসের চুক্তি শেষ হচ্ছে লর। চুক্তি শেষে আজ বিকেলে দেশে ফেরার কথা রয়েছে তার।
১৫ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম