সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:২৯:৪৬

এক নজরে দেখে নিন, এবারের এসএ গেমসে বাংলাদেশের পদক সংখ্যা

এক নজরে দেখে নিন, এবারের এসএ গেমসে বাংলাদেশের পদক সংখ্যা

স্পোর্টস ডেস্ক: সাউথ এশিয়ান (এসএ) গেমসে ১২তম আসরে পর্দা নামবে কাল মঙ্গলবার। আজ সোমবার সম্পন্ন হয়েছে মাঠের ২৩টি ডিসিপ্লিনের চূড়ান্ত ইভেন্টগুলো। আগামী কাল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে ইতি ঘটবে আট দেশের ক্রীড়া মিলন মেলার। আসুন তারই আগে এক নজরে দেখে নিন, এবারের সাউথ এশিয়ান (এসএ) গেমসে কোন দেশ ক’টি পদক জিতেছে।

দেশ                   স্বর্ণ            রৌপ্য         ব্রোঞ্জ
ভারত                 ১৮১          ৮৭            ৩০

শ্রীলঙ্কা                ২৫            ৬০            ৯৬

পাকিস্তান             ১০            ৩৫            ৫৫

আফগানিস্তান        ৭              ৮              ১৮

বাংলাদেশ           ৪              ১৪            ৫২

নেপাল                ২              ২৩            ২৯           

মালদ্বীপ              ০              ২              ১

ভুটান                 ০              ১              ১৫
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে