শনিবার, ০৩ আগস্ট, ২০২৪, ০৮:১৭:২৯

প্রস্তাব ফিরিয়ে দিলেন ওয়াসিম আকরাম

প্রস্তাব ফিরিয়ে দিলেন ওয়াসিম আকরাম

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) পদের জন্য জন্য প্রস্তাব দেয়া হয়েছিল দেশটির সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরামকে। তবে ওয়াসিম আকরাম পিসিবির সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি একইসঙ্গে দুটি দায়িত্ব পালন করছেন। পিসিবির চেয়ারম্যানের পাশাপাশি তাকে দায়িত্ব পালন করতে হয় ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও। যে কারণে বোর্ডে তিনি পুরোপুরি সময় দিতে পারেন না। যার জন্য ওয়াসিম আকরামকে সিইও হিসেবে নিয়োগ দিতে চেয়েছিলেন নকভি।

 জানা গেছে, সম্প্রতি ওয়াসিম আকরামের সঙ্গে যোগাযোগ করেছেন নকভি। তাকে সিইও এবং ব্যক্তিগত উপদেষ্টা হওয়ার অফার করেছিলেন। তবে ওয়াসিম আকরাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার স্থায়ীভাবে থাকেন করাচিতে। পরিবারের কারণে তিনি প্রায়শই অস্ট্রেলিয়া যান।

ওয়াসিম প্রস্তাব গ্রহণ না করায় আরেক ক্রিকেটার ওয়াকার ইউনিসকে সিইও হওয়ার প্রস্তাব দেয় পিসিবি। তবে তিনি আর প্রত্যাখ্যান করেননি। এরইমধ্যে লাহোরে এসে নকভির সঙ্গে দেখা করেছেন ওয়াকার ইউনিস।

এদিকে আনুষ্ঠানিকভাবে সিইও হিসেবে কোনও ঘোষণা দেয়নি পিসিবি। ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে ওয়াকার ইউনিসকে সিইও হিসেবে ঘোষণা দিয়ে বিবৃতি দিতে পারে বোর্ড। কয়েক দিন আগে পাকিস্তান ক্রিকেট দলের মেন্টর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ওয়াকারকে। এবার নতুন করে সিইও হয়ে হলে কয়েক দিনের ব্যবধানেই পদ পরিবর্তন করতে হবে তাকে।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে