সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:৩১:৪৩

তামিমের মারকুটে ব্যাটিংয়ের ভক্ত আফ্রিদির দুই মেয়ে

তামিমের মারকুটে ব্যাটিংয়ের ভক্ত আফ্রিদির দুই মেয়ে

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান জাতীয় দলের টি-২০ অধিনায়ক ও পাকিস্তান সুপার লিগে পেশাওয়ার জালমির অধিনায়ক শহীদ আফ্রিদি বরাবরই মারকুটে ব্যাটিং। আফ্রিদি'র বিধ্বংসী ব্যাটিং এর কথা সবাই জানে। এমনকি আফ্রিদির মেয়েদেরও অজানা নয়। তাই বলে বিশ্বের আর কোনো দেশের বিধ্বংসী ব্যাটিং এর কথা আফ্রিদি কন্যারা জানবেন না তা কি হয়?

আফ্রিদির দুই মেয়ে বাংলাদেশের তামিম ইকবালের দুর্ধর্ষ ব্যাটিং-এ রীতিমতো মুগ্ধ। এইতো গত ১২ ফেব্রুয়ারি তামিম পাকিস্তান সুপার লিগে ৮০ রানে স্ম্যাশ ইনিংস খেলে পেশাওয়ার জালমিকে নিয়ে গেলেন শীর্ষে। তাই তো তামিম ভক্ত আফ্রিদির দুই মেয়ে তামিমের সাথে ছবি তোলার সুযোগটা মিস করলেন না।
১৫ ফেব্রুয়ারী ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে