স্পোর্টস ডেস্ক : কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বোলিংটা ভালো করলেও ব্যাটিংয়ে ধারাবাহিকভাবে ব্যর্থ সাকিব আল হাসান। বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে তৃতীয় ম্যাচের ২৪ রান বাদ দিলে বাকি চার ইনিংস মোবাইলের ডিজিট। ইনিংসগুলো হচ্ছে- ৪, ১, ২ ও ৩।
সবশেষ ব্রাম্পটন উলভসের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪ রান করেছেন সাকিব।
আর গতকাল বল হাতে নেননি। তার মতো এ ম্যাচে ব্যর্থ শরীফুল ইসলামও। ৩ ওভারে ২৫ রান দিয়ে উইকেটশূন্য। দুজনের ব্যর্থতার ম্যাচে ৮ উইকেটের বিশাল পরাজয় দেখেছে বাংলা টাইগার্স।
টানা তিন ম্যাচ জেতা বাংলা টাইগার্স প্রথমে ব্যাটিং করে মাত্র ৭৯ রানে অলআউট হয়। দলের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন ইফতিখার আহমেদ। আর দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান আসে শেষ ব্যাটার হিসেবে ব্যাটিংয়ে নামা বাংলাদেশি পেসার শরীফুলের ব্যাট থেকে। বাংলা টাইগার্সকে অল্পতে আটকাতে ৩ টি করে উইকেট নেন অ্যান্ড্রু টাই ও থমাস ড্রেকা।
৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ বলেই ব্রাম্পটনের ওপেনার কোবি হার্ফ্ট রানের খাতা খোলার আগে ফিরলেও বড় জয়ের পথে কোনো বাধা হয়নি তার আউট। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে ৮ উইকেটের জয় এনে দিয়েছেন। তার সঙ্গে জয় নিয়ে মাঠ ছেড়েছেন ২৩ রান করা বিউ ওয়েবস্টার।