স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ। তাতে মন খারাপ পুরো দলের। তার মধ্যেই সুখবর দিলেন মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের সেরার শিরোপাটা তুলে নিলেন তিনি। মিরাজের এই সাফল্য অনেকটাই ভুলিয়ে দিয়েছে ফাইনালে না খেলতে পারার দুঃখ। দেশের যুব দলের হয়ে বিশ্বকাপে খেলা আর সেই টুর্নামেন্টের সেরা হওয়াটাও কম গর্বের নয়। এই স্বীকৃতি তাঁর এগিয়ে যাওয়ার স্বপ্নকে ভবিষ্যতে পথ দেখাবে বলে মনে করেন আইসিসি সভাপতি জহির আব্বাস।
আজ সোমবার ঢাকায় একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশি এ যুব টাইগারের প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে পাকিস্তানি এই কিংবদন্তী ক্রিকেটার এসব কথা বলেন।
এ সময় আইসিসির বর্তমান এ সভাপতি টাইগার মিরাজকে অভিনন্দন জানান। বাংলাদেশে সেরা সাফল্য এনে দেওয়ার জন্য এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় মিরাজকে হাজারো বছর মনে রাখবেন বলে প্রকাশ করেন তিনি।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস