সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১০:৩৮:৫৩

মাশরাফির পর আরেক টাইগার দলপতির আত্মজীবনী ‘কিপিং গ্ল্যাভস’

মাশরাফির পর আরেক টাইগার দলপতির আত্মজীবনী ‘কিপিং গ্ল্যাভস’

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলের অধিনায়ক ও বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে লেখা জীবনীগ্রন্থ ‘মাশরাফি’ এর মোড়ক উন্মোচনের পর এবার আরেক টাইগার দলপতির আত্মজীবনীমূলক বই বাজারের আসছে।

সোমবার মিরপুর স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে জমকালো আয়োজনের মধ্যে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরার আত্মজীবনীমূলক বই কিপিং গ্ল্যাভস-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সৌজন্যে বইটি প্রকাশ করেছে বিশ্ব সাহিত্য ভবন। আর বইটি লিখেছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি শামীম চৌধুরী। বইটি কিছুদিনের মধ্যে বাজারে পাওয়া যাবে বলে জানা গেছে।

এর আগে বাংলাদেশ ক্রিকেট সাপোটার্স এসোসিয়েশনের (বিসিএসএ) প্রকাশনায় মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে লেখা জীবনীগ্রন্থ ‘মাশরাফি’ বইটি রচনা করেছেন দৈনিক ইত্তেফাকের ক্রীড়া সাংবাদিক দেবব্রত মুখোপাধ্যায়। ‘মাশরাফি’ নামের এ বইটি ইতিমধ্যে বাজারে পাওয়া যাচ্ছে।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে