সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৮:৫৮

বিশ্বকাপে পাকিস্তানসহ ৩টি দলকে একই হোটেলে রাখার পরামর্শ

বিশ্বকাপে পাকিস্তানসহ ৩টি দলকে একই হোটেলে রাখার পরামর্শ

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কলকাতায় ‘বেস ক্যাম্প’ করতে পারে পাকিস্তান ক্রিকেট দল। পাক দল সহ তিনটি দল ইডেনে বিশ্বকাপের ম্যাচ খেলবে। বিশ্বকাপ ম্যাচের জন্য সদা সতর্ক কলকাতা পুলিশ। পাকিস্তান সহ তিনটি দলের নিরাপত্তার কথা ভেবেই একই হোটেলে তিনটি দল রাখার পরামর্শ দিলেন ভারতীয় পুলিশের বড় কর্তারা।

সোমবার ভারতীয় পুলিশের ডি এসপি হেড ও যুগ্ম পুলিশ কমিশনার নেতৃত্বে প্রায় ৩০-৩৫ সদস্যের দল ইডেন পরিদর্শন করে। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরুপ দে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরে সিএবি-কে এই পরামর্শ দেয় কলকাতা পুলিশ। তারা বিশ্বকাপের সময় তিন-টি দলকেই একটি হোটেলে থাকার পরামর্শ দিয়েছে। কিন্তু কোন তিনটি দলকে একই হোটেলে রাখাতে চায় পুলিশ তা এদিন স্পর্শ করে বলে যায়নি। তথ্য সূত্র- কলকাতা২৪
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে