স্পোর্টস ডেস্ক: রোববার রাতে স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। আর ম্যাচেই উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের হ্যাটট্রিক এবং নেইমার ও ইভান রাকিটিচ করেছেন একটি করে গোলের পাশাপাশি অবিশ্বাস্য পেনাল্টি কিকে আরো একটি গোলে করেন লিওনেল মেসি। সেই পেনাল্টি কি না তিন যুগ আগের এক স্মৃতি ফিরিয়ে এনেছেন লিওনেল মেসি। স্পর্শ করেছেন জোহান ক্রুয়েফ ও ওলসেনের স্মৃতি। তাই বার্সেলোনা কোচ লুই এনরিকের মুখে মেসিদের প্রশংসা।
সেদিন সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচে নিঃস্বার্থ খেলে নিজে পেনাল্টি কিক নিয়েও সুয়ারেসকে দিয়ে গোলটি করান আর্জেন্টিনার এ অধিনায়ক। তাতেই খবরে চলে গিয়েছেন এই দুই বার্সা তারকা।
অতীত ইতিহাস বলছে, ১৯৮২ সালে আয়াক্সের বিরুদ্ধে এক ম্যাচে পেনান্টিতে জোরে শট না নিয়ে বলে টোকা দিয়ে সতীর্থ ইয়েসপার ওলসেনকে দেন ক্রুয়েফ। ওলসেন গোলরক্ষককে বোকা বানিয়ে বল ফেরত পাঠালে তা জালে ঠেলে দেন তিনি। সেই পুরনো স্মৃতিই ফিরিয়ে এনেছেন মেসি।
তাই মেসিদের কোচ বলেন, ‘আমরা সবাই ক্রুইফের গোল মনে রেখেছি। আমি এ রকম করার সাহস করতাম না। কেউ এটা পছন্দ করবে। কেউ করবে না। কিন্তু বার্সেলোর খেলোয়াড় এবং সদস্য হিসেবে শিরোপা জেতা ছাড়াও দুর্দান্ত কিছু করে আমরা আমাদের খেলাটা উপভোগের চেষ্টা করি। মেসি-সুয়ারেজ যা করেছেন তা এক কথায় অনবদ্য।
১৫ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস