স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কাকে প্রথম একদিনের ম্যাচে সহজেই হারালো ভারতের মহিলা দল। ভারতের প্রমিলারা জিতলেন ১০৭ রানে। প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেটে ২৪৫ রান তোলে।
জবাবে শ্রীলঙ্কার সবাই আউট হয়ে যায় ১৩৮ রানে। ভারতকে বড় রানে পৌঁছে দেন স্মৃতি মানধানা (৫৫), হরমনপ্রীত কাউর (৫০), মিতালি রাজ (৪৯)। শ্রীলঙ্কার উদেশিকা প্রবোধানি ও শশীকলা সিরিবর্ধনে ২টি করে উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা পরপর উইকেট হারায়। প্রসাদানি বীরাক্কোডি (৬৯) ছাড়া কেউ ভাল রান পাননি। পুনম যাদব ৪টি উইকেট নেন। এছাড়া দীপ্তি শর্মা ও রাজেশ্বরী গায়কোয়াড় ২টি করে উইকেট নেন।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস