স্পোর্টস ডেস্ক : ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশে। আর কয়েকদিন পরে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আসরও বাংলাদেশের মাটিতে হওয়ার কথা ছিল।
অবশেষে ভারতের মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই সেই শত্রু দেশটিকে পাচ্ছে বাংলাদেশ। বিষয়টি মেনে নিতে কষ্ট হওয়ারই কথা ছিল।
পুরনো কষ্টকর বিষয় আসছে ভক্তদের সামনে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের মাটিতে হংকংয়ের সাথে প্রথম রাইন্ডে হেরে যায় বাংলাদেশ। পরে আসর থেকেই এক সময় ছিটকে যায় বাংলাদেশ।
গত বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্ন অনেকটাই চুরমার হয় ওই হারের মধ্যে দিয়ে। আর এই দেশটিকে এবারের লড়াইয়ের শুরুতেই পেয়েছে মাশরাফিরা
এবার মূল লড়াই নয় হংকংয়ের বিপক্ষে বিশ্বকাপের জন্য একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এবারের বিশ্বকাপ লড়াইয়ের মূল পর্বের আগে সেই শত্রুদের বিপক্ষে শুরুতেই মাঠে নামবে মাশরাফিরা
বাংলাদেশ ওই হারের বদলা নিতে মাঠে নামবে। হংকং বাছাইপর্ব শেষে মূল পর্বে খেলার জন্য চেষ্টা করবে। বাংলাদেশের বিপক্ষে তারা নিছক একটি প্রস্তুতি ম্যাচই খেলবে।
আগামী ৫ মার্চ ভারতের ধর্মশালায় হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর