স্পোর্টস ডেস্ক : সামনে মাশরাফিদের বিশ্বকাপ আসর। একই সাথে এশিয়াকাপ কড়া নাড়ছে দরজায়। শেষ হয়েছে যুবাদের বিশ্বকাপ আসর।
এমন সময়ে এসেছে এই খবর। পারফর্মের ভিত্তিতে বিশ্ব সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। এবারের বিশ্বকাপে অংশ নেয় ১৬ টি দেশ।
এই দেশ গুলোর ক্রিকেটারদের পারফর্ম বিবেচনায় এনে দল সাজায় ইএসপিএন। যুবাদের এই একাদশে রয়েছে দুইজন টাইগার ক্রিকেটার।
দলীয় অধিনায়ক হয়েছেন বাংলাদেশ থেকে। মেহেদি হাসান মিরাজ এই টিমের সেনাপতি। দেখে নিন যুবাদের এই একাদশ।
১. রিশাভ পান্ত (ভারত)
২. গিড্রন পোপ (ওয়েস্ট ইন্ডিজ)
৩. জ্যাক বার্নহাম (ইংল্যান্ড)
৪. সরফরাজ খান (ভারত)
৫. হাসান মহসিন (পাকিস্তান)
৬. মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক-বাংলাদেশ)
৭. মোহাম্মদ সাইফুদ্দিন (বাংলাদেশ)
৮. মায়াঙ্ক ডাগার (ভারত)
৯. সাকিব মাহমুদ (ইংল্যান্ড)
১০. আলজারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ)
১১. আভেস খান (ভারত)
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর