মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:০৭:০৭

এবার অস্ট্রেলিয়ার সমালোচনা ও বাংলাদেশের প্রশংসায় যা বলল আইসিসি

এবার অস্ট্রেলিয়ার সমালোচনা ও বাংলাদেশের প্রশংসায় যা বলল আইসিসি

 

স্পোর্টস ডেস্ক : দুইদিন আগেই শেষ হয়েছে জমকালো যুব বিশ্বকাপের আয়োজন। বিশ্বকাপের ফাইনাল উপলক্ষ্যে ঢাকায় এসেছিল আইসিসি পরিবার।

লাল সবুজের মাটির ঘ্রাণ নিয়েছেন তারা। শেষ এই আসর। কিন্তু বিশ্বকাপের এমন একটি আসরের রেশ বইবে দীর্ঘদিন।

বাংলাদেশের মাটিতে বিশ্বকাপ আসরকে রুখে দেয়ার জন্য ছক কষেছিল অস্ট্রেলিয়া। নিজেরা বাংলাদেশে না আসার সিদ্ধান্ত নিয়ে লেজ কাটা শিয়ালের পথে হাঁটে অস্ট্রেলিয়া।

ওই গল্পে শিয়ালের যে অবস্থা হয়েছিল অস্ট্রেলিয়ার অবস্থা বাস্তবেই হয়েছে তাই। প্রতিটি ক্রিকেট খেলুড়ে দেশ বাংলাদেশের মাটিতে ক্রিকেট লড়াইয়ে অংশ নিয়ে সঠিক জবাব দিয়েছে অস্ট্রেলিয়াকে।

আইসিসি কর্মকর্তারা বিসিবি কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এই বিষয়ে। আর তাতে কাপাল পুড়তে পারে অস্ট্রেলিয়ার।

আইসিসি অস্ট্রেলিয়ার কড়া সমালোচনা করেছে। সফল আয়োজনের জন্য বাংলাদেশের প্রশংসা করেছে আইসিসি। আইসিসির প্রধান নির্বাহী ডেবিড রিচার্ডসন বলেছেন, এমন আয়োজন আমরা কখনো দেখি নাই।

রিচার্ডসন বলেছেন, আমি যত বিশ্বকাপ টুর্ণামেন্ট দেখেছি তার মধ্যে এটা অন্যতম একটি আসর। বাংলাদেশ সরকার নিরাপত্তার জন্য খুবই সতর্ক ছিল।

তিনি বলেন, অস্ট্রেলিয়াই আমাদের বিপাকে ফেলে দেয়। বেশ চিন্তায় ছিলাম এবারের যুব বিশ্বকাপ নিয়ে। বিসিবি ও আমাদের কর্মকর্তাদের একান্ত প্রচেষ্টায় আমরা সফল হই।

বিশ্বকাপের জন্য বাংলাদেশ একটি সফল আয়োজক দেশ বলেও জানান তিনি।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে