স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার তারকা ফুটবলার ও ব্রাজিলের জাতীয় ফুটবল দলের অধিনায়ক নেইমারের শখের জেট বিমান, প্রমোদতরীসহ ৪০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে ব্রাজিল কর্তৃপক্ষ। মূলত কর ফাঁকির অভিযোগ এনে নেইমারের এই সম্পদ জব্দ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর-এএফপি।
খবররে জানা যায়, সাও পাওলোর আদালতে গত সপ্তাহে নেইমারের করা আপিল খারিজ হওয়ার পরই তার সম্পদ জব্দের কাজ শুরু হয়। এ পর্যন্ত জব্দকৃত সম্পদের পরিমাণ ৪০ কোটি টাকা। ব্রাজিলিয়ান মুদ্রায় এর পরিমাণ ১৯২ মিলিয়ন রিয়েল।
গত বছর নেইমার, তার পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৬৩ মিলিয়ন রিয়েল কর ফাঁফির অভিযোগ উঠে। ২০১১-১৩ সাল পর্যন্ত সান্তোসে খেলার সময় তিনি এই কর ফাঁকি দেন বলে অভিযোগে বলা হয়। তবে কোনো ধরনের অপরাধ করার কথা অস্বীকার করেছে নেইমার ও তার পরিবার।
নেইমারের যে জেটটি জব্দ করা হয়েছে সেটি তিনি বিশ্বকাপ চলাকালে এবং ছুটির দিনে ব্যবহার করতেন।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম