মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ১২:০৪:৩২

এশিয়াকাপে কাঁদিয়ে দেয়ার গল্প বলে কষ্ট বাড়ালেন আবদুর রাজ্জাক

এশিয়াকাপে কাঁদিয়ে দেয়ার গল্প বলে কষ্ট বাড়ালেন আবদুর রাজ্জাক

স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের ক্রিকেটার আবদুর রাজ্জাক মুখ খুলেছেন। দেশের ক্রিকেট নিয়ে কথা বলেছেন তিনি।

২০১২ এশিয়াকাপের বিষয়টি মনে থাকার কথা সবারই। বাংলাদেশ সেবার পাকিস্তানের বিপক্ষে ফাইনাল খেলে। মাত্র দুই রানের জন্য হেরে যায় বাংলাদেশ।

একটি করুণ চিত্র নেমে আসে টাইগার শিবিরে। মাঠে লুটিয়ে পড়ে অঝোরে কেঁদেছিলেন টাইগার ক্রিকেটাররা। সে গল্পে হাত দিয়েছেন জাতীয় দল থেকে বাইরে থাকা আবদুর রাজ্জাক।

স্মৃতি টেনে এক সাক্ষাৎকার দিয়ে সবার কষ্ট বাড়িয়েছেন তিনি। টাইগাররা আগের চেয়ে অনেক প্রত্যয়ী বলে মনে করেন তিনি।

বলা যায় মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ অসাধ্য সাধন করেছেন। বড় বড় দেশকে হারিয়ে ফের চমক সৃষ্টি করার জন্যই মাঠে নামবে।

রাজ্জাকের ভাষ্য, এই যাত্রার মধ্যে দিয়ে দেশের ক্রিকেটকে নিয়ে যেতে হবে বহুদূর। এবার মাঠে নামার সুযোগ নেই রাজ্জাকের।

অসুস্থ থাকায় গতবারের সাক্ষী রুবেল হোসেনও দলের সাথে নেই। রনি ও মুস্তাফিজকেই গুরু দায়িত্ব সামাল দিতে হবে।

রাজ্জাকের ভয় টি-টোয়েন্টি বলে। এবারের এশিয়াকাপ ওয়ানডেতে না হয়ে টি-টোয়েন্টিতে হবে বলেই মাশরাফিদের নিয়ে বাড়তি চিন্তা রাজ্জাকের।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে