স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে তামিমের মত পারফেক্ট ব্যাটসম্যান ক্রিকেট বিশ্বেইবা কয়জন। টি-টোয়েন্টিতে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন তামিম ইকবাল।
বর্তমানে পাকিস্তান সুপার লিগে ভয়ংঙ্কর রুপে আফ্রিদির দলে ওপেনার হিসাবে খেলছেন তামিম। তামিমকে হাতিয়ার হিসাবে না পাওয়ায় আপেক্ষ ধরে রাখতে পারলেন না টাইগার সেনাপতি মাশরাফি।
জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা বলেছেন, আমাদের সাথে তামিম থাকলে ভালো হত। মাশরাফি বলেন, তামিম বরাবরই ভালো ক্রিকেট উপহার দিয়ে থাকেন।
এশিয়াকাপে তামিমের না থাকাটা আমাদের জন্য একটি দুর্ভাগ্য। মাশরাফি বলেন, এশিয়াকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের ভালো খেলার লক্ষ্য থাকবে।
এই আসরে আমরা যেহেতু খুব ভালো করতে পারছি না তাই পূর্ণাঙ্গ শক্তি নিয়ে মাঠ নামাটাই জরুরি। মাশরাফি এখন অনেকটাই ভরসা করছেন ইমরুলের উপর।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর