মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:২১:৪৯

মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট শিবিরে বড় ধরনের দুঃসংবাদ

মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট শিবিরে বড় ধরনের দুঃসংবাদ

স্পোর্টস ডেস্ক : দলে নেই দেশ সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল। দেশের ক্রিকেটের মূল শক্তি মুস্তাফিজুর রহমানকে নিয়ে এল বড় ধরণের দু:সংবাদ।

সবারই জানা মুস্তাফিজ ইনজুরিতে। এই কারণে পাকিস্তানের সুপার লিগে তাকে খেলতে যেতে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তবে এবার তার এশিয়াকাপ ভেস্তে যেতে পারে। এশিয়াকাপে মুস্তাফিজকে পাওয়া নিয়ে জাগছে শঙ্কা। তিনি এখনো ফিট নন।

চট্টগ্রামে অনুশীলনের সময় ফিটভাবে বল করতে পারছেন না তিনি। তার প্রধান অস্ত্র স্লোয়ার কাটার করতেই পরছেন না তিনি।

এই কাটারই মুস্তাফিজের প্রধান হাতিয়ার। কিন্তু বলে কাটার দিতে পারছেন না তিনি। তাকে নিয়ে চিন্তায় বিসিবি। বিসিবির ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন তার বিষয়ে।

মুস্তাফিজের বিষয় তিনি স্বীকার করে তিনি বলেন, হ্যাঁ, ওর স্লোয়ার করতে সমস্যা হচ্ছে। আমরা জানি তার প্রধান অস্ত্র কাটার। সেটা করতে একটু সমস্যা হচ্ছে এই মুহুর্তে।

তার আশাবাদ ফিট হয়ে উঠবেন মুস্তাফিজ। খালেদ মাহমুদ বলেন, ও এখন ইয়র্কার ও সুইং নিয়ে অনুশীলন করার চেষ্টা করছে।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে