স্পোর্টস ডেস্ক : মাত্র ১৭ বছর তার। কয়েকদিন আগে বাংলাদেশে আসেন বিশ্বকাপের লড়াইয়ে অংশ নিতে। ফিরে গেছেন দেশের মাটিতে।
দেশে ফিরেই কোটিপতি হয়েছেন ভারতের ইশান কিষাণ। যুব বিশ্বকাপে ভারত রানার্সআপ হয়েছে। ইশান কিষাণের নেতৃত্বে বাংলাদেশ সফরে আসে ভারত।
শিরোপার কাছাকাছি চলে যান তিনি। কিন্তু পারেননি ওয়েস্ট ইন্ডিজের সাথে। তবে এখন তিনি কোটিপতি।
ভারতের বিখ্যাত স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্ম আইওএস স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টের সাথে তিন বছরের চুক্তি করেছে কিশান।
অন্যদিকে টায়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিয়াটের সাথেও তিন বছরের চুক্তি হয়েছে। এই চুক্তিতে ব্যাটে সিয়াটের লোগো ব্যবহারের জন্য এক কোটি রূপি পাবেন কিষান।
এছাড়া ২০১৬ আইপিএলে ডাক পেয়েছেন কিষাণ। কিষাণকে ৩০ লক্ষ্য রুপিতে দলে নিয়েছে গুজরাট লায়ন্স। সব মিলিয়ে কিষাণ এখন কোটিপতি।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর