মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৩৫:২০

আফ্রিদির দুই মেয়ে, বাবা আজ ৫ উইকেট পেয়েছে, তবে ১ রানে আউট হলেন কিল্লাই

আফ্রিদির দুই মেয়ে, বাবা আজ ৫ উইকেট পেয়েছে, তবে ১ রানে আউট হলেন কিল্লাই

স্পোর্টস ডেস্ক : ৪ ওভারে মাত্র ৭টি রান দিয়ে ৫ টি উইকেট শিকার করে ক্রিকেট বিশ্বকে একদম হতবাক করেছেন পাকিস্তানের গ্রেট ক্রিকেটার শহীদ খান আফ্রিদি।

ক্রিকেটে নানা নতুন নতুন ঘটনার জন্ম দিয়েছেন আফ্রিদি। ক্যারিয়ারের শেষ দিকেও অন্যান্য ক্রিকেটারদের জন্য রাখছেন নতুনত্ব।

তবে এবার আফ্রিদির দুই শিশু কন্যা তাক লাগালেন ভক্তদের। আফ্রিদি মাঠে আর তার পরিবার গ্যালারিতে। তার ছোট দুই মেয়ের মধ্যে বড় আজওয়া বলেন, বাবা আজকে ৫ উইকেট পেয়েছে।

ছোট মেয়ে আশমারা খুশি নন তাতে। আশমারা তাকে বলেছেন, বাবা তবে সেদিন ১ রানে আউট হলেন কিল্লাই (কেন)।  

প্রসঙ্গত, আফ্রিদি এর আগে ১ রানে আউট হয়েছে। আফ্রিদির ব্যাটিংয়ের বাজে দিক নিয়ে যেন ক্ষুব্ধ তার শিশু কন্যাও। (এটি একটি রম্য প্রতিবেদন)
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে