মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:৪৫:০৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের বিভিন্ন ম্যাচের চূড়ান্ত সময়সূচি ঘোষণা

টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের বিভিন্ন ম্যাচের চূড়ান্ত সময়সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক : ২০১৬ সালের যাত্রাটাই রমরমা ক্রিকেট আসরের মধ্যে দিয়ে হয়। যুব বিশ্বকাপ যেতে না যেতেই হেভি ওয়েট একটি আসর অপেক্ষা করছে সবার জন্য। আর এটি হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ।

এই আসরের প্লে অফ পর্বে খেলবে বাংলাদেশ। প্লে অফ পর্ব খেলে মূলপর্বের টিকিট কাটতে মাঠে নামেবে টাইগাররা।  

টাইগারদের প্লে অফ পর্ব তথা প্রথম রাউন্ড ও দ্বিতীয় রাউন্ডের সময়সূচি চূড়ান্ত। ৯ মার্চ প্রথম বাংলাদেশ মাঠে নামবে হল্যান্ডের বিপক্ষে। বিকাল সাড়ে ৩টায় ভারতের ধর্মশালায় হবে এই ম্যাচটি।

প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচটি খেলতে ১১ মার্চ বাংলাদেশ মাঠে নামবে আয়্যারল্যান্ডের বিপক্ষে। রাত আটটায় ওই একই ভেন্যুতে শুরু হবে এই ম্যাচটি।

১৩ মার্চ প্রথম রাউন্ডের শেষ ম্যাচটি ওমানের বিপক্ষে খেলতে মাঠে নামবে মাশরাফিরা। রাত আটটায় একই ভেন্যুতে শুরু হবে এ ম্যাচটিও।    

বাংলাদেশ প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হলে কেবল দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান।

১৬ মার্চ বিকাল সাড়ে তিনটায় ইডেনে হবে এ ম্যাচ। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।

২১ মার্চ রাত আটটায় বেঙ্গালুরুতে মাঠে নামবে এই দুই দেশ। এই পর্বে বাংলাদেশের তৃতীয় ম্যাচটি আয়োজক দেশ ভারতের বিপক্ষে।

২৩ মার্চ রাত আটটায় বেঙ্গালুরুতে হবে এ ম্যাচটিও। দ্বিতীয় রাউন্ডে মাশরাফিরা নিজেদের শেষ ম্যাচ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। অগ্নিঝড়া ২৬ মার্চ ইডেনে বিকাল সাড়ে ৩টায় হবে ম্যাচটি।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে