স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাশরাফি বাহিনী, আফ্রিদি বাহিনী ও আফগান ক্রিকেট দলকে নিয়ে বিশেষ পরিকল্পনা নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দল সহ তিনটি দল ইডেনে বিশ্বকাপের ম্যাচ খেলবে। তাই এ তিন দেশের ক্রিকেটারদের বিশেষ নিরাপত্তার কথা চিন্তা করে বিশ্বকাপ ম্যাচের জন্য সদা সতর্ক থাকতে চান কলকাতা পুলিশ।
বাংলাদেশসহ তিনটি দলের নিরাপত্তার কথা ভেবেই একই হোটেলে তিনটি দল রাখার পরামর্শ দিলেন ভারতীয় পুলিশের বড় কর্তারা।
গতকাল ভারতীয় পুলিশের ডি এসপি হেড ও যুগ্ম পুলিশ কমিশনার নেতৃত্বে প্রায় ৩০-৩৫ সদস্যের দল ইডেন পরিদর্শন করে। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সিএবি-র কোষাধ্যক্ষ বিশ্বরুপ দে। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পরে সিএবি-কে এই পরামর্শ দেয় কলকাতা পুলিশ। তারা বিশ্বকাপের সময় তিন-টি দলকেই একটি হোটেলে থাকার পরামর্শ দিয়েছে।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস