মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:০১:৪৩

আম্পায়ারের ভুলে ভেঙে গেল শচীনের বছরের ১২ রেকর্ড

আম্পায়ারের ভুলে ভেঙে গেল শচীনের বছরের ১২ রেকর্ড

স্পোর্টস ডেস্ক: গত ১৩ ফেব্রুয়ারি ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অপরাজিত ১৭৬ রানের ইনিংস খেলে ভারতীয় লিটল মাস্টার  শচীন ঢেন্ডুলকরের আউট না হয়ে সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড ভেঙে দেন অস্ট্রেলিয়ার অ্যাডাম ভোজেস।  আম্পায়ার রিচার্ড ইলিং ওয়ার্থের কারণে কিংবদন্তি শচীনের এ রেকর্ড ভাঙার পর দাবি উঠেছে।

ভুল সিদ্ধান্ত নিয়ে ভোজেসকে আউট না দেওয়ায় অপরাধ বোধে ভুগছেন সেই ম্যাচে আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্টে রেকর্ড ব্রেকিং ইনিংস খেলে আউট হওয়ার পর তাঁর আউটের কথা নিজেই স্বীকার করে নিয়েছিলেন অ্যাডাম ভোজেস। বলেছিলেন, ‘‘আম্পায়ার নো বল দেওয়ায় আমি বেঁচে যাই। আমি তো আউট ভেবে হাঁটা দিয়েছিলাম। কিন্তু তার পরই লক্ষ্য করি আম্পায়ার হাত তুলেছেন।’’ এটা না হলে এই ইনিংস খেলা হত না ভোজেসের। ভাঙা হত না শচীন ঢেন্ডুলকরের আউট না হয়ে সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ডও।

ভোজেসের তো আনন্দের দিন। যখন আউট হয়েছিলেন তখন ৭ রানে ব্যাট করছিলেন ভোজেস। কিন্তু উল্টো দিকে রীতিমতো হতাশ ভোজেসকে আউট না দেওয়া আম্পায়ার রিচার্ড। যদিও নিউজিল্যান্ড দল তাঁর দিকে আঙুল তোলেননি। বরং ম্যাকালাম রিচার্ডের পাশেই দাঁড়িয়েছেন। এবং ভোজেসকে শুভেচ্ছা জানিয়েছে এই কারণে যে এরকম সুযোগ এইভাবে কাজে লাগিয়েছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান।

ম্যাচ রেফারি ক্রিস ব্রডই রিচার্ডের সিদ্ধান্তের কথা বলতে গিয়ে তাঁর মানসিক অবস্থার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘‘দূর্ভাগ্যজনক। রিচার্ড যখন বুঝতে পারে বলটা নো বল ছিল না তার পর থেকেই ও ভেঙে পরে আর হতাশায় ডুবে যায়।

এটা ঠিক নিজের সিদ্ধান্ত ভুল হলে সেটা খুব লজ্জাজনক হয়। তবে ভুল মানুষ মাত্রই হয়। তবে একবার সিদ্ধান্ত দিয়ে দেওয়ার পর তা ফিরিয়ে নেওয়া যায় না। তবে এরকম মানসিক অবস্থা থেকে বেড়িয়ে আসতে হয় আম্পায়ারদের।’’

ঘটনাটি ঘটেছিল প্রথম দিনের শেষ ওভারে। যার ফলে সেই ওভারের রিপ্লেও দেখানো হয়নি স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে। যে কারণে নিউজিল্যান্ড ক্রিকেটাররাও প্রতিবাদ করতে পারেননি। তবে নিউজিল্যান্ড কোচ মাইক হেসন, এই নো বল নিয়ে ম্যাচ রেফারির সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু সেটা নিয়ে বেশি না ভেবে খেলায় মন দেওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল কিউইদের।- আনন্দ বাজার
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে