স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জেতা না হলেও, অন্যরকম সেরার স্বীকৃতি ঠিকই পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। ব্যাট হাতে ২৪২ রানের পাশাপাশি স্পিন বোলিংয়ে ১২ উইকেট নিয়েছেন এই অল রাউন্ডার ।
সদ্যশেষ হওয়া এ টুর্নামেন্টের আগে থেকেই স্পটলাইট মিরাজের ওপরে তরুণ টাইগারদের সেরা অস্ত্র হতাশ করেননি। সেমিফাইনালের পথে তার ব্যাট থেকে এসেছে চার-চারটি ফিফটি যার অধিকাংশই কঠিন সিচুয়েশনে। বল হাতেও দলের জন্য রেখেছেন সমান অবদান।
যুব এ টাইগারের খেলা মুগ্ধ হয়ে বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক অভিনন্দন জানিয়েছেন। গতকাল বাংলাদেশের বেসরকারি একটি টেলিভিশনের দেওয়া সাক্ষাৎকারে মিরাজকে মাশরাফি এ অভিনন্দন জানান।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস