স্পোর্টস ডেস্ক: সাকিব মানেই রেকর্ড, সাকিব মানেই ইতিহাস। একথা বলা যায় যে রেকর্ড বা ইতিহাস গড়াই হয়ে গেল সাকির আল হাসানের জন্য নিত্যসঙ্গী। নিজের ঘরে মাঠে এশিয়া কাপ খেলার আগে আরো একটি ইতিহাস হয়ে গেল টাইগার সাকিবের।
গতকাল ক্রিকেটে সর্বোচ্চ বড় সংস্থা আইসিসি ওয়ানডে অল রাউন্ডারদের তালিকা প্রকাশ করেছেন। সেখানে সাকিব আল হাসান আবারো ‘নাম্বার ওয়ান’ অল রাউন্ডার হয়েছে। এ তালিকায় অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই ও তিনে থাকা মোহাম্মদ হাফিজ (৩৬৩) ও দিলশানের (৩৪৯) চেয়ে নিরাপদ দূরত্বে রয়েছেন সাকিব (৪১৬)। ফলে আপাতত ওয়ানডে খেলা না থাকলেও আগামী কয়েক মাস টাইগার অলরাউন্ডার শীর্ষেই থাকবেন।
আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিং অনুযায়ী ব্যাটসম্যানদের মধ্যে দারুণ উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার তরুণ তারকা কুইন্টন ডি কক। ডি কক উঠে এসেছেন চার নাম্বারে। বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের ম্যাট হেনরির। তিনি উঠে এসেছেন সেরা পাঁচে।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে যথারীতি দুইয়ে রয়েছেন সাকিব। তবে শীর্ষে থাকা ট্রেন্ট বোল্টের (৭৩১) সঙ্গে সাকিবের (৬৯৯) পয়েন্ট ব্যবধান বেড়ে ৩১ হয়েছে। বোলারদের র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক (৬৮৫) ইনজুরির কারণে দলের বাইরে থাকায় আপাতত দ্বিতীয় স্থান নিয়ে কিছুটা নির্ভার রয়েছেন। তবে চতুর্থ স্থানে থাকা হেনরি (৬৭৫) ও পঞ্চম স্থানে থাকা ইমরান তাহির (৬৭৪) যে কোনও সময় সাকিবের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস