মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৪৫:২৮

জাতীয় দলের হয়ে কবে খেলবেন মিরাজ নিজেই জানিয়েছে

জাতীয় দলের হয়ে কবে খেলবেন মিরাজ নিজেই জানিয়েছে

স্পোর্টস ডেস্ক: বাংলাদদেশের মাটিতে সদ্যশেষ হওয়া যুব বিশ্বকাপে অল রাউন্ডার হিসেবেই টুর্নামেন্ট সেরা তকমা লেগেছিলেন যুব টাইগার দলের  অধিনায়ক মিরাজ। ব্যক্তিগতভাবে ক্রিকেটের আরেক সব্যসাচী তার আদর্শ। হতেও চান বিশ্বসেরা অল রসাকিব আল হাসানের মত।

শুধু এবারের বিশ্বকাপের নয় যুব ওয়ানডে ইতিহাসেরই সেরা ক্রিকেটারদের একজন মিরাজ। তবে যোগ্য অধিনায়কের মত জানালেন তার স্কোয়াডে আছে এমন ক’জন তরুণ টাইগার, যারা দীর্ঘদিন সার্ভিস দিয়ে যেতে পারবেন বাংলাদেশকে। তাদের মধ্যে একজন মেহেদি হাসান মিরাজ।

যুব বিশ্বকাপের পর অনেকেরই ধারনা যুব ক্রিকেটে সফল এই ক্রিকেটারের পরবর্তী পদক্ষেপ হতে যাচ্ছে জাতীয় দল। তবে সেটা নিয়ে তাড়াহুড়ো নেই; টাইগারদের জন্য নিজের দক্ষতাকে আরও ঝালিয়ে নিতে চান মিরাজ।

বিশ্বকাপ শেষে আপাতত বিশ্রাম তরুণদের স্কিপারের। তবে শিগগিরই ব্যস্ত হয়ে পড়বেন ঘরোয়া ক্রিকেটে। বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে সবারই স্বপ্ন থাকে জাতীয় দলে খেলার। স্বপ্ন দেখেন মিরাজও। তবে জাতীয় দলে ঢোকার জন্য কোনো তাড়াহুড়ো নেই এই অফ স্পিন অলরাউন্ডারের। মিরাজ নিজেই জানিয়ে দিলেন ‘জাতীয় দলে ঢোকার কোনো তাড়া নেই। আমার যে ভুলগুলো আছে সেগুলো শুধরে পরিপূর্ণ ক্রিকেটার হিসেবে জাতীয় দলে ঢুকতে চাই। যেন টানা ১০ বছর খেলতে পারি। আমি বিশ্বের এক নাম্বার অল রাউন্ডার হতে চাই।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে