মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৭:২৫:০৮

এশিয়া কাপের আগেই তামিমের অভাব ভাবাচ্ছেন মাশরাফিকে

এশিয়া কাপের আগেই তামিমের অভাব ভাবাচ্ছেন মাশরাফিকে

স্পোর্টস ডেস্ক: ২৪ ফেব্রুয়ারি থেকে টানা তৃতীয়বারের মতো ঢাকায় শুরু হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট। সন্তান সম্ভাবা স্ত্রীকে সঙ্গ দিতে সিরিজের বাইরে দলের অন্যতম ভরসা তামিম ইকবাল। এ মারকুটে ওপেনারের দলে বাইরে থাকায় ভক্তদের সাথে অনেকটাই ভাবাচ্ছে বাংলাদেশ দলের মাশরাফি বিন মুর্তজা।

এশিয়া কাপে তামিম ইকবালকে মিস করবে বাংলাদেশ, এমনটাই মনে করেন মাশরাফি। গতকাল বাংলাদেশের বেসরকারি একটি টেলিভিশনের দেওয়া সাক্ষাৎকারে এমনটি বাংলাদেশের এ দলপতি। পরিবারের সঙ্গে সময় কাটাতে তাকে ছুটি দিয়েছে বিসিবি। ছোট ফরম্যাট বলেই বাড়তি দুশ্চিন্তা বাংলাদেশ অধিনায়কের।

সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকবেন বলে তামিম ইকবালকে বিশ্রামে রাখা হয়েছে এশিয়া কাপে। পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর ৬ ম্যাচে এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ ২৬৭ রান করা তামিমের অনুপস্থিতি ভাবাচ্ছে মাশরাফিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ক্রিকেটের ছোট্ট ফরম্যাটে নিজেদের প্রমানের মঞ্চ এশিয়া কাপ মাশরাফিদের। তাই এশিয়া কাপের আগেই তামিমের অভাব বুঝেচ্ছেন নড়াইল এক্সপ্রেস। তাই চিন্তার রেখা মাশরাফির কপালে।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে