মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:১৯:০৪

দলকে শানিয়ে রাতেই ঢাকায় ফিরছেন মাশরাফিরা

দলকে শানিয়ে রাতেই ঢাকায় ফিরছেন মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্ব আসরকে সামনে রেখে আজ মঙ্গলবার চট্টগ্রাম পর্বের শেষ অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার সকাল থেকে কোচ হাথুরুসিংহের অধীনে অনুশীলন করছে মাশরাফি-রিয়াদরা।

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের মূল পর্ব। এর আগে অনুশীলনের মধ্য দিয়ে টি-টোয়েন্টি ফরমেটে নিজেদের ত্রুটিগুলো শুধরে নেয়ার চেষ্টা করেছেন মাশরাফি বাহিনী। এরই ধারাবাহিকতায় খুলনা পর্বের অনুশীলনের পর ৮ ফেব্রুয়ারি থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হয় প্রস্তুতি ক্যাম্প। খুলনার মতো চট্টগ্রাম পর্বেও ছিলো প্রস্তুতি ম্যাচ। পুরোপুরি ফিট না হওয়ায় পেসার মুস্তাফিজুর রহমান আলাদাভাবে অনুশীলন করেছেন।

১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে আজ মঙ্গলবার রাতেই ঢাকায় ফিরছে টাইগাররা। তিন দিন বিরতি পর ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্রস্তুতি ক্যাম্পের ঢাকা পর্ব।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে