মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:৩৭:৫৯

বিশ্বকাপের আগেই পাক-ভারত ম্যাচের রান নিয়ে ভবিষ্যৎ বাণী

বিশ্বকাপের আগেই পাক-ভারত ম্যাচের রান নিয়ে ভবিষ্যৎ বাণী

স্পোর্টস ডেস্ক: আগামী মাস থেকে ভারতে শুরু হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভেন্যু ঠিক হয়েছিল আগেই। ১৯ তারিখ ধর্মশালায় ভারতের জন্য অপেক্ষা করছে পাকিস্তান। আর পাক-ভারতের এ ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের রান তোলা নিয়ে ভবিষ্যৎ বাণী দিয়েছেন ধর্মশালার পিচ কিউরেটর সুনীল চৌহান।

টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে রানের বন্যা বইবে। এমনই ইঙ্গিত দিয়েছেন সুনীল চৌহান। তবে টি-টোয়েন্টির উইকেট কেমন হয় সবারই জানা। ধর্মশালার উইকেটও সেরকমই হবে। ব্যাটসম্যান বান্ধব উইকেট তৈরি করা হচ্ছে। পিচ এমন করে তৈরি করা হচ্ছে যেখানে প্রচুর রান হবে।

তিনি আরো বলেন, খেলা যত গড়াবে, পিচের চরিত্র একই থাকবে। অর্থাৎ পরে যে দল ব্যাট করবে, সেই দলের ব্যাটসম্যানরাও বাইশ গজ থেকে ফায়দা তুলতে পারবে। আউট ফিল্ড হবে মারাত্মক গতিশীল। দুই দলের মিলে ৪০ওভার উইকেট এক রকম হবে। অর্থাৎ ব্যাটে ঝড় তুলবেন ধোনি বাহিনী ও শাহীদ আফ্রিদিরা।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে