মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:১৮:২৩

কলসিন্দুর হ্যাটট্রিকের শিরোপা

কলসিন্দুর হ্যাটট্রিকের শিরোপা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী দলের ১১ জন খেলোয়াড়ের ১০ জনই ময়মনসিংহের ধোবাউড়ার বিখ্যাত কলসিন্দুর গ্রামের। ক’দিন আগে তারা নেপাল থেকে শিরোপা জিতে এসেছে। এই গ্রামের মেয়েরা তাদের ফুটবলে সাফল্য দেখিয়েই চলেছে। আগে

দুইবার বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজি গোল্ডকাপের শিরোপা জিতেছিল কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারই ধারাবাহিকতা ধরে রেখে এবার শিরোপার হ্যাটট্রিক পূরণ করলো তারা।

বুধবারের ফাইনালে রাজশাহীর বাগমারার খর্দ্দকৌড় প্রাথমিক বিদ্যালয়কে ৩-১ গোলে হারিয়ে তারা এই গৌরব অর্জন করেছে। সেমিফাইনালে ঝিনাইদহের শৈলকুপার দোহারো সরকারি প্রাধমিক বিদ্যালয়কে ৬-০ গোলে উড়িয়ে ফাইনালে ওঠে কলসিন্দুর প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে ছেলেদের বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতেছে কক্সবাজারের পেকুয়ার রাজখারী প্রাথমিক বিদ্যালয়। টাইব্রেকারে দিনাজপুরের বীরগঞ্জ মরিচা সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে।
১৬ ফেব্রুয়ারি,২০১৬/এমটি নিউজ/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে